প্রতিষ্ঠানের ইতিহাস
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পমর করুনাময় মহান আল্লাহ পাকের রহমতে চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমিটি 2018 সালে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়টি কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিনে অবস্থিত। জনাব মোঃ কাউসার আহমেদ ও জনাব মোঃ জাহাঙ্গীর আলমের উদ্দ্যোগে কতিপয় শিক্ষিত ও দক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে উঠে অত্র বিদ্যালয়টি। বিদ্যালয়ের অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দয বিদ্যামান। বিদ্যালয়টিতে প্রায় 7-10টি গ্রামের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। বিদ্যালয়টি লালমাই উপজেলার সিধুছী মৌজায় হলেও জায়গাটি চেঙ্গাহাটা বাজার নামে পরিচিত হওয়ায় নামকরণ করা হয়েছে চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমি। যদিও ঠিকানা ব্যবহার করা হয় লালমাই উপজেলার। বিদ্যালয়ের অন্যান্য তথ্যাদি নিম্নরুপঃ
2023ইং সালে মোট শিক্ষার্থীর সংখ্যাঃ 230 প্রায়, মোট শিক্ষক কর্মচারী ও ড্রাইভারঃ 15জন, পরিবহনের জন্য গাড়িঃ 1টি, প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত শ্রেণীকার্যক্রম চলছে।
এছাড়াও ধর্মীয় শিক্ষার প্রতি জোড় প্রদান করা হয়। এজন্য ক্লাস শুরু হওয়ার আগে মক্তব, ও ক্লাসে আরবি শিক্ষার প্রতি এবং বিভিন্ন দোয়া, মাসায়েল, সূরা, কুরআন খতম এর ব্যববস্থা করা হয়েছে।
সভাপতির বাণী
প্রিয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ সকলের প্রতি রইল সালাম শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান আল্লাহর নিকট, যার অসীম কৃপায় এবং এলাকাবাসী অভিভাবকব›ৃদ, দক্ষ পরিচালনা পর্ষদ, সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাবির্ক সহযোগীতায় দীর্ঘ ৫ বৎসরের পথপরিক্রমায় চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমী স্কুলটিকে একাটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক বিশ্বায়নের যুগে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রতিযোগীতামূলক শিক্ষা পস্র ারে কোমলমতি ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশ ঘটানোই হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তার পাশাপাশি যুগোপযোগী ও নৈতিক শিক্ষায় বিকশিত হোক আপনার, আমাদের সšাÍ ন, সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাদের প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চলছে খুব দ্রত গতিতে। আপনার জেনে খুব আনন্দিত হবেন যে, আমরা ইতিমধ্যে অত্র প্রতিষ্ঠানের পুরো ক্যাম্পাসকে সিসি টিভির আওতার এনেছি। ছাত্র-ছাত্রীদের আনা নেওয়ার জন্য গাড়ীর ব্যাবস্থা করছি। শিক্ষক-শিক্ষাকাদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করছি। আমরা প্রতিযোগীতা মূলক বিশ্বে ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার জন্য একটি মিনি কম্পিউটার ল্যাব স্থাপন করেছি । শিক্ষার মান উন্নয়নের জন্য ছাত্র-ছাত্রীদেরকে সঠিক এবং গুনগত মান বজায় রাখায় জন্য আমরা শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিংয়ের ব্যবস্থ করে যাচ্ছি। পৃথিবীকে জানব এই উদ্দেশ্যকে সামনে রেখে সঠিক জ্ঞান বিকাশের জন্য আমরা প্রতিবছর শিক্ষা সফরের ব্যবস্থা করে যাচ্ছি। সকল ছাত্র-ছাত্রীদের অনলাইন ভিত্তিক ডাটাবেজ, আইডি কার্ড, বেতন-ভাতাদি, প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্র ও সকলের জীবনবৃত্তান্ত আমাদের ওয়েবসাইটে গিয়ে মূহুর্তের মধ্যে দেখতে পারার সূ-ব্যবস্থা করেছি। এটাই আমাদের এই প্রতিষ্ঠানের একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা আপনাদের ছেলে-মেয়েদের উন্নত শিক্ষা ব্যাবস্থা প্রণয়নের যগু ন্তকারী যে কোন সিন্ধান্ত নিতে সব সময় বদ্ধপরিকর। সকল ছাত্র-ছাত্রীদের নামাজ পড়া বাধ্যতামূলক করা হয়েছে। ছোট ছোট ছাত্র-ছাত্রীদের সকাল বেলা নুরানী পদ্ধতিতে কোরআন পড়ার জন্য মক্তবের ব্যবস্থা করা হয়েছে। সাংস্কৃতিক বিষয়, খেলাধুলা এবং জাতীয় সকল অনুষ্ঠান সূচারূভাবে পালন করা হয় এবং এই বিষয়ে কর্তৃপক্ষ খুব সক্রিয়। শিক্ষাই জাতির মেরুদন্ড। যেই জাতি যতবেশী শিক্ষিত, সেই জাতি তত বেশী উন্নত। উন্নতির স্বর্ণশিখরে উঠতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমী মানে মায়ের আদরে আপনার কোমলমতি সন্তানকে পড়াশোনার জন্য আমরা সদা প¯্র ‘ত। আমরা অনন্য শিক্ষা বিকাশে শহরের নামি-দামী স্কুলকে ছাড়িয়ে যেতে চাই, ইনশাআল্লাহ্ । শহরের সকল শিক্ষার সুযোগ সুবিধা আমরা আপনার সন্তানদের দিতে চাই। তাইতো বিগত পিএসসি পরীক্ষায় জিপিএ ৫সহ ১০০% পাশ করতে পেরেছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীগণ। আপনারা জেনে খুশি হবেন গতবছর আমাদের প্রতিষ্ঠান থেকে ৫ম শ্রেণীতে একজন ছাত্রী বৃিত্ত পেয়েছে আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বায়নে যুগে আধুনিক শিক্ষা ব্যবস্থায় মেধাবী-অসহায় ছাত্র-ছাত্রীদেরকে একটি অংশ ব্যায়বহুল খরচের কারনে ভালো পড়াশোনা করে এগিয়ে যেতে পারছে না। সেই সকল ছাত্র-ছাত্রীদেরকে অল্প খরচে অথবা বিনামূল্যে পড়াশোনার জন্য চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমী সদায় প্রস্তুত। প্রসঙ্গত উল্লেখ্য যে, আপনারা ইতিমধ্যে সকলে অবগত আছেন যে, বিগত ২০২০ইং এবং ২০২১ইং সনের মরণব্যাধি বিশ্ব করোনা ভাইরাস ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারনে আজ পুরো বিশ্ব অর্থনৈতিক ভাবে থমকে আছে, জীবন যেখানে সংকাপন্ন। তারপর ও জীবন তো আর থেমে থাকবে না এরই মধ্যে আমাদের চলতে হবে এবং জীবনের সাথে খাপ খেয়ে নিতে হবে। চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমীর সকল ছাত্র-ছাত্রীর পড়ালেখার মানকে বজায় রাখার জন্য ঐ সময়ে প্রতিষ্ঠানের আশে-পাশে গ্রামওয়ারি স্বাস্থ্য বিধি মেনে ওয়ার্কশীট বিতরণ ও মূল্যায়নের জন্য সেন্টার স্থাপন করে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার মান বজায় রেখেছিলাম। আমরা ছাত্র-ছাত্রীদের সাথে পড়ালেখার বিষয়ে সার্বক্ষনিক যোগাযোগ রাখার চেষ্টা করে আসছি। হে আল্লাহ আমাদের ছেলে মেয়েদের তুমি জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও, নেককার সন্তান হিসাবে কবুল করো, আমিন। পরিশেষে, অত্র এলাকার মধ্যে এই চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমী স্কুলটি হোক শিক্ষা বিকাশে একটি সত্যিকারের মডেল, যুগোপযোগী এবং নৈতিক শিক্ষায় গড়ে উঠকু আপনার আদরের সন্তান। সকলের সার্বিক সহযোগীতা, গঠনমূলক মতামত, উপদেশ আমরা সাদরে গ্রহন করব। যাহা আমাদের আগামী দিনের সঠিক পাঠদান এবং অগ্রযাত্রাকে সুগম করবে। আল্লাহ আমাদের সকলের সহায় হোক, আমিন।
ব্যবস্থাপনা পরিচালকের বাণী
সম্মানিত সূধী,
আস্সালামু আলাইকুম।
মূল্যবোধের অবক্ষয় আমাদের বর্তমান সমাজ ও সভ্যতাকে কীভাবে তিলে তিলে গ্রাস করছে, তা কারো অজানা নয়। আগামী দিনের ধারক ও বাহক, আমাদের ছাত্র সমাজ এ ধ্বংস যজ্ঞের বিষাক্ত ছোবলে আক্রান্ত। এর প্রতিকারে সর্বাগ্রে, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে নবরূপে ঢেলে সাজানো দরকার। এরই অংশ হিসেবে আপনাদের প্রাণ-প্রিয় বিদ্যাপীঠ ‘ চেঙ্গাহাটা মাতৃছায়া মডেল একাডেমির এই অদম্য ও ক্লান্তিহীন অগ্রযাত্রা। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠান সাহসী প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনের কর্ণধার, আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের-প্রাতিষ্ঠানিক শিক্ষায় দক্ষ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কাজ করেছে। একটি শিশুকে তিলে তিলে সুনাগরিক হিসেবে গড়ে তোলে লক্ষ্যে পৌঁছে দিতে প্রয়োজন পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়, এক কথায়, সর্বমহলের সু-সমন্বিত পদক্ষেপ ও আন্তুরিক প্রচেষ্টা। প্রাতিষ্ঠানিক দায়িত্বের অংশ হিসেবে, জন্মলগ্ন থেকেই আমরা নিশ্চিত করেছি স্বচ্ছতা ও জবাবদিহিতা, যা উন্নত মূল্যবোধ বিকাশের প্রধান অনুঘটক। শুরু থেকেই আমাদের রয়েছে সামাজিক দায়বদ্ধতার প্রতি পূর্ণ আনুগত্য। আমাদের রয়েছে এক ঝাঁক তরুণ ও মেধাবী শিক্ষক মন্ডলী। আমরা নিশ্চিত করেছি আন্তর্জাতিক আদর্শ মানের সাথে সংগতিপূর্ণ ছাত্র শিক্ষক অনুপাত এবং সুষম ক্লাস সাইজ, যা পাঠদানের প্রধান শর্ত। প্রবর্তন করেছি Digital Monitoring System যুগের চাহিদা পূরনে আমাদের অঙ্গীকার যুগোপযোগী কম্পিউটার ল্যাব, মান সম্মত বিজ্ঞানাগার এবংToy Zone। প্রতিশ্রুতি দিচ্ছি স্বল্প খরচে উন্নত হোস্টেল ও আধুনিক পরিবহন ব্যবস্থার। সর্বোপরি আপনার সন্তানকে সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। শ্রদ্ধাভরে ও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি, এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের অকৃত্রিম দরদ ও আন্তরিক ভালোবাসার। আশা করি, আগামী দিনগুলোতেও আপনাদের এই ভালোবাসা ও সহযোগীতার দ্বার উন্মুক্ত থাকবে। আপনাদের নিষ্পাপ সন্তানের কোলাহলে মুখরিত এই পবিত্র বিদ্যাঙ্গনটি সকল প্রশ্নের উর্ধ্বে রেখে আগামীর পথে নিয়ে যাব, ইনশাল্লাহ্।